Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় আজ ১০.০২.২০১৫ তারিখ সকাল ১০ ঘটিকায়।
বিস্তারিত

আজ ১০.০২.২০১৫ খ্রি. সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনাব মোঃ কামরুল হাসান, জেলা প্রশাসক, মৌলভীবাজার মহোদয়ের সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী এবংজেলা আইন-শৃঙ্খলা কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব সৈয়দ মহসিন আলী,এম.পি এবং জনাব মো: আব্দুল মতিন, মাননীয় সংসদ সদস্য, সম্মানিত উপদেষ্টা মৌলভীবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায়  উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য, সদয় নির্দেশনা প্রদান করেন।

 

 

1.       বড়লেখা উপজেলা মাননীয় হুইপ জনাব মো: শাহাব উদ্দিন এঁর পুরাতন বাড়িতে ডাকাতির ঘটনার বিষয়টি যথাযথভাবে তদন্তক্রমে জড়িত ব্যক্তিদের দ্রুত  গ্রেফতারক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপার, মৌলভীবাজার কে অনুরোধ জানানো হয়।

 

2.      শাক-সবজি, ফলমূল,মাছ ইত্যাদিতে ফরমালিন, এরোসল, কার্বাইডসহ যাবতীয় রাসায়নিক পদার্থ মেশানো রোধসহ মোবাইল কোর্ট আইন,২০০৯ এর তফসিলভুক্ত সকল আইনে মোবাইলকোর্টের অভিযান জোরদার করার জন্য পুলিশ সুপার, মৌলভীবাজার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার (সকল), সহকারী কমিশনার (ভূমি), বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সকল) কে অনুরোধ জানানো হয়।

 

3.      উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা নিয়মিত অনুষ্ঠান অব্যাহত রাখাসহ সভার কার্যবিবরণী উর্ধ্বতন  কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করার জন্য উপজেলা নির্বাহী অফিসার (সকল), মেয়র, পৌরসভা, চেয়ারম্যান, ইউপি (সকল) কে অনুরোধ জানানো হয়।

 

4.       ট্রেন চলাচল স্বাভাবিক রাখা, রেলওয়ে লাইনের নিরাপত্তা রক্ষার্থে  আনসার নিয়োগ, রেলওয়ে ষ্টেশনসহ রেলওয়ে লাইন নিরাপদ রাখার লক্ষ্যে ঘৃণ্য প্রচেষ্টায়   লিপ্ত দুষ্কৃতিকারীদের প্রতিরোধ ও তাদের সম্পর্কিত তথ্য প্রদানে জনসাধারণকে উদ্বুদ্ধকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ সুপার, মৌলভীবাজার, উপজেলা নির্বাহী অফিসার (সকল)/জেলা কমান্ড্যান্ট, আনাসার ও ভিডিপি, মৌলভীবাজার, ষ্টেশন মাষ্টার, কুলাউড়া, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রেলওয়ে ষ্টেশন/অফিসার ইনচার্জ, রেলওয়ে  থানা, কুলাউড়া, শ্রীমঙ্গল/সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান , মৌলভীবাজার কে অনুরোধ জানানো হয়।

 

5.      বাসস্টেশনসহ গুরুত্বপূর্ণ/জনসমাগমপূর্ণ স্থানে পুলিশ টহল জোরদারসহ নজরদারী বৃদ্ধি করার জন্য পুলিশ সুপার/পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, মৌলভীবাজার, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, মৌলভীবাজারকে অনুরোধ জানানো হয়।

 

6.      মাদকদ্রব্যনিয়ন্ত্রণঅধিদপ্তরজেলাপ্রশাসনেরসহায়তায়উদ্বুদ্ধকরণকার্যক্রমআরোগতিশীলওফলপ্রসুকরারব্যবস্থা গ্রহণ,মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণের পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ সুপার, মৌলভীবাজার/ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার/তত্ত্বাবধায়ক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার রেঞ্জ, শ্রীমঙ্গল কে অনুরোধ জানানো হয়।

 

7.       সরকারীসম্পত্তিঅবৈধদখলবন্ধকরণ, গাছচুরিরোধ, রাত্রিকালীননৈশপাহারাজোরদারকরণ, ডাকাতি, নাশকতামূলক কর্মকান্ড, জঙ্গিতৎপরতাসহজানমালেরক্ষয়ক্ষতিপ্রতিরোধেগোয়েন্দানজরদারিবৃদ্ধিকরারজন্যপুলিশ সুপার/পুলিশসুপার, জেলাবিশেষশাখা, মৌলভীবাজার কে অনুরোধ জানানো হয়।

 

8.      সীমান্ত অপরাধ দমন ও চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযান জোরদারসহ ইউনিয়ন পর্যায়ে চোরাচালান বিরোধী সভা নিয়মিত অনুষ্ঠানের অনুরোধ জানানো হলো। উক্ত সভায় বিজিবিসহ সংশ্লিষ্ট সদস্যদেরনোটিশ জারী নিশ্চিত করতে অধিনায়ক, ৪৬ বিজিবি, শ্রীমঙ্গল ও ৫২বিজিবি, বিয়ানীবাজার বর্তমান-শ্রীমঙ্গল, উপজেলা নির্বাহী অফিসার শ্রীমঙ্গল, কমলগঞ্জ, জুড়ী, কুলাউড়া ও বড়লেখা, সহকারীবনসংরক্ষক, শ্রীমঙ্গলকে অনুরোধ জানানো হয়।

 

9.       সীমান্ত এলাকার অপরাধ দমনের লক্ষ্যে নারী ও শিশু পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, রাবার পাচার করে দেশের অভ্যন্তরে মাদকদ্রব্য নিয়ে আসাবন্ধকরণ, অবৈধভাবে মাদকদব্য অনুপ্রবেশ রোধসহ চোরাচালান প্রতিরোধের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের  জন্য উপজেলা নির্বাহী অফিসার, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, জুড়ী, কুলাউড়া ও বড়লেখা,জেলা তথ্য অফিসার, মৌলভীবাজার অনুরোধ জানানো হয়।

ছবি
ছবি
ডাউনলোড