মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব এম এ হান্নান আজ এক সংক্ষিপ্ত সফরে মৌলভীবাজার জেলায় আসেন। এ সময় মৌলভীবাজার জেলার প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের স্হান নির্ধারনের বিষয়ে সার্কিট হাউজে জরুরি মতবিনিময় সভা করেন। জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসারগণ সহ প্রকল্প বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং মুক্তিযোদ্ধা কমান্ডারগণ মতবিনিময়ে অংশ নেন। পরে ভারপ্রাপ্ত সচিব মহোদয় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস